৩০ মে জোয়ান অব আর্কের ৫৮৯তম মৃত্যুদিবসে নারী ভাবনার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি

‘সব মৃত্যু নয় সমান’ প্রতুল মুখোপাধ্যয়ের এই গানের কলি স্মরণ করিয়ে দিল, আসলে সব মৃত্যু সমান নয়। কারণ চতুদর্শ শতকে অনেকেই মৃত্যুবরন করেছেন, তাদের সবার নাম আমরা জানি না। কিন্তু জোয়ান অব আর্কের নাম শিক্ষিত সচেতন মানুষ মাত্রই জানি। কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে। তেমনি জোয়ান অব আর্কের দেশপ্রম, দৃঢ়তা, সত্যবাদিতা ও ন্যায়নিষ্ঠতাই তাকে বাঁচিয়ে রেখেছে ।

অতি সাধারণ, কিন্তু বুদ্ধিমতি। অত্যন্ত মানবিক, তবে দৃঢ়তায় অটল।  ঘোড়ায় চড়া বা তলোয়ার চালানো বা অস্ত্র চালনায় প্রশিক্ষণ ছিল না। কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য ছিলেন প্রস্তুত। কারণ তার দেশপ্রেম ছিল অগাধ। ফ্রান্সের পতাকা ছিল তার কাছে জীবনের চেয়ে মূল্যবান। তাই তো ফ্রান্সকে শত্রুমুক্ত করতে মরিয়া হয়ে ওঠেছিলেন। ইংল্যান্ডের কবল থেকে ফ্রান্সকে মুক্ত করতে হবে — হবেই, এমন দৃঢ়তা নিয়ে যে নারী ফ্রান্সের মুক্তির জন্য লড়েন তিনিই জোয়ান অব আর্ক। একের পর এক রাজ্যজয় করার পর জোয়ান আটক হন ইংরেজ দোসরদের হাতে। ইংরেজ নিজ পরাজয়ের গ্লানি সহ্য করতে না  পেরে ১৪৩১ সালের ৩০ মে এক প্রহসনের বিচারের মাধ্যমে জোয়ানকে আগুনে পুড়িয়ে  হত্যা করে, তাঁর এই নির্মম, নিষ্ঠুর মৃত্যু শুধু ফ্রান্সবাসীকে কাঁদায়নি, শত্রুপক্ষকেও কাঁদিয়েছিল।  আজ সেই ঐতিহাসিক ৩০ মে। তাই সংগ্রামী জোয়ান অব আর্কের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি।

error: Content is protected !!